গৌরনদীতে যুবলীগ নেতা কালুকে মারধর!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে যুবলীগ নেতা কালুকে মারধর!
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২


গৌরনদীতে যুবলীগ নেতা  কালুকে মারধর!

গৌরনদী (বরিশাল)সাগরকন্যা প্রতিনিধি॥

আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও বাটাজোর মাহিন্দ্রা-টেম্পু মালিক-শ্রমিক সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক রিমোন তালুকদার কালু ওরফে হাতকাটা কালু (৪২)কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাটাজোর বাজারে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে (কালু) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বাটাজোর মাহিন্দ্রা-টেম্পু মালিক-শ্রমিক সমিতির নবনির্বাচিত সভাপতি যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু গ্রুপ ও সাবেক সভাপতি সৈয়দ এনাম হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিলু  গ্রুপের সমর্থক বাটাজোর মাহিনদ্্রা-টেম্পু মালিক-শ্রমিক সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক  যুবলীগ নেতা রিমোন তালুকদার কালু  বুধবার বিকাল সোয়া ৫টার দিকে  বাটাজোর বাজারে সমিতির অফিসে বসে সাবেক সভাপতি এনামের ছেলে সৈয়দ রাব্বি (২২)কে চড়-থাপ্পর মারে।  এর কিছুক্ষন পর রাব্বি’র মামাতো ভাই বাটাজোর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাহিত হাওলাদারের নেতৃত্বে  ছাত্রলীগের ৮/১০ নেতাকর্মী হামলা চালিয়ে যুবলীগ নেতা রিমোন তালুকদার কালুকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে (কালু) উদ্ধার করে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত বাটাজোর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাহিত হাওলাদার বলেন, এ হামালার ঘটনার সাথে আমি জড়িত নাই। আমার বাবা বাটাজোর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপির চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারকে কটুক্তি করায় ক্ষুব্ধ হয়ে জনগণ  কালুকে মারপিট করেছে।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে  তদœত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৭:২৪ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ