কাউখালীতে জাতীয় ফল মেলা শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে জাতীয় ফল মেলা শুরু
বৃহস্পতিবার ● ১৬ জুন ২০২২


কাউখালীতে জাতীয় ফল মেলা শুরু

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু হয়েছে। মেলার এবারের প্রতিপাদ্য ‘বছরব্যাপী ফল চাষে,অর্থ পুষ্টি দুই-ই আসে’। বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ফল মেলায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা।
উপজেলা কৃষি সম্প্রসারণের  আয়োজনে এ ফল মেলায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পলটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা জেপি’র সাধারন সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার,ইউপি চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সমাজসেবী আব্দুল লতিফ খসরু, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র প্রমূখ। মেলায় আগত অতিথিরা বলেন ‘মধুমাসে ফল মেলা এটি মহতী উদ্যোগ। এ মেলায় বিভিন্ন ধরনের ফল সংগ্রহ হয়। এ মেলায় আসলে জানা অজানা সব ধরনের ফলের দেখা মেলে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৩:১৩ ● ১৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ