নেছারাবাদে বাল্যবিয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মেলা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বাল্যবিয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মেলা
সোমবার ● ৩০ মে ২০২২


নেছারাবাদে বাল্যবিয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মেলা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধ কমিউনিটি পর্যায়ে মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে) বিকালে স্বরূপকাঠি পৌরসভায় জগতপট্টি গ্রামের বালুর মাঠে ওই মেলা অনুষ্ঠিত হয়।  মেলায় স্বরূপকাঠি পৌরসভা মহিলা কাউন্সিলর নার্গিস বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্র্যাকের এ্যাসোসিয়েট অফিসার (সেলপ) মোঃ হাবিবুর রহমান মেলার সার্বিক কার্যক্রম পরিচালনা এবং বাল্যবিয়ের কারন ও বাল্য বিবাহের সামাজিক কুফল  বিস্তারিত উপস্থাপনা করেন। মেলায় সামাজিক বিভিন্ন কুসংস্কার ও ক্ষতিকর আচরণ, পুরাতন ধ্যান ধারনার বিষয়ে অবহিত করা হয়। মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪৮ ● ১৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ