অবৈধ ভাবে মাটি কাটার দায়েদুমকিতে স্ক্যাভেটর চালকের ১লক্ষ টাকা জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » অবৈধ ভাবে মাটি কাটার দায়েদুমকিতে স্ক্যাভেটর চালকের ১লক্ষ টাকা জরিমানা
মঙ্গলবার ● ৩১ মে ২০২২


দুমকিতে

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে অবৈধ ভাবে মাটি কাটায় দায়ে স্ক্যাভেটর (ভেকু) চালক হাফিজুর রহমান (৩৫) গ্রেফতার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালতের বিচারে একলক্ষ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
পুলিশ সূত্র জানায়, সোমবার (৩০ মে) রাত ৯টায় ইউএনও মো: আল-ইমরান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে স্ক্যাভেটর (ভেকু) চালক মো. হাফিজুর রহমানকে ১লাখ টাকা জরিমানা করেন। দুমকি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আল-ইমরান জানান, লোহালিয়া নদীর পূর্বচর চরগরবদি মৌজার নদীর তীরবর্তি চর থেকে মাটি কেটে ‘মেসার্স আবিদ আমিনা ব্রিক্স’ এ  বিক্রির ব্যবসা করছিল। সোমবার রাতে ওই চরে ভেকু মেশিন দিকে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেকু মেশিনসহ চালককে আটক করা হয়। আটক ভেকু চালকের গ্রামের বাড়ি কুয়াকাটার খাজুরা এলাকায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আদুস সালাম অবৈধ ভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত ১জনকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ভেকুচালককে মোবাইল কোর্টে পাঠানো হলে বিচারে একলক্ষ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

এমআর

বাংলাদেশ সময়: ২১:০০:১০ ● ১৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ