বামনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রথম পাতা » বরগুনা » বামনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
মঙ্গলবার ● ৮ মার্চ ২০২২


বামনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার এর  সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান সগির। বামনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল হোসেন শরীফ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, বামনা প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি ও ম্যান ফর ম্যানের নির্বাহী পরিচালক এম এ মতিন আকন্দ, উপজেলা তথ্য আপা মোসাঃ রুবিয়ারা খাতুন,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন জনি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সমীর চন্দ্র শীল।
নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫১ ● ৪৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ