বাঘারপাড়ার সাফিউল্লাহ এখন বিকেএসপিতে!

প্রথম পাতা » খুলনা » বাঘারপাড়ার সাফিউল্লাহ এখন বিকেএসপিতে!
শুক্রবার ● ৪ ফেব্রুয়ারী ২০২২


বাঘারপাড়ার সেই সাফিউল্লাহ এখন বিকেএসপিতে!

বাঘারপাড়া (যশোর) সাগরকন্যা প্রতিনিধি॥

যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন নারিকেলবাড়ীয়া ইউনিয়নে অন্তর্ভুক্ত ছোট একটি গ্রাম ধুপখালী। এই গ্রামে গোলাম মোস্তফার নিম্নবিত্ত পরিবারের জন্ম নেওয়া শিশুটি আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)র একজন খেলোয়াড় নাম তার সাফিউল্লাহ।

সাফিউল্লাহ বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন উপজেলায় স্কুল ভিত্তিক অ্যাথলেটিকস প্রতিযোগিতার অংশগ্রহন করে। তারপর পর থেকে শুরু করে আর পেছনের দিকে তাকাতে হয়নি। স্কুল ভিত্তিক অ্যাথলেটিকস এ প্রথম স্থান অধিকার করে ও সে থেকে শুরু হয় স্কুল ভিত্তিক জেলা পর্যায়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা। সেখানে বাঘারপাড়া উপজেলার হয়ে প্রথম স্থান অধিকার করে। তারপর বিভাগ পর্যায়েও প্রথম স্থান অধিকার করে। এভাবে চলতে চলতে বিকেএসপির একজন সফল শিক্ষক এর নজরে আসে এবং সাফিউল্লাহকে বিকেএসপিতে ভর্তির সকল সুযোগ করিয়ে দেন।

দেশবাসীর উদ্দেশ্যে সাফিউল্লাহর পিতা মাতা বলেন, সাফিউল্লাহ চার ভাই বোনের মধ্যে সবার ছোট। সকলে আমাদের ছেলের জন্য দোয়া করবেন যাতে বিশ্বের বুকে বাংলাদেশের মুখ একদিন উজ্জ্বল করতে পারে।


এমএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৮:৫১ ● ২৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ