নাটোরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম পাতা » রাজশাহী » নাটোরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বৃহস্পতিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৯


মাতৃভাষা দিবস পালিত
সাগরকন্যা নাটোর প্রতিনিধি ॥
নাটোরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত বারোটা এক মিনিটে কানাইখালী মাঠের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা দিবসের কর্মসুচি শুরু হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এর নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, নাটোর জেলা পরিষদ এবং জেলা আওয়ামী লীগ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন, শপথ বাক্য পাঠ ও ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে নাটোর সদর উপজেলা পরিষদ, নাটোর পৌরসভা এবং সাকাম সাংস্কৃতিক সংগঠন, নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মহারাজা জে.এন স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ভোরে প্রভাত ফেরী করে বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়াও মহান শহীদ দিবস উপলক্ষ্যে সরকারী-বেসরকারী ভবনে জাতীয় পতাক অর্ধনমিত রাখা হয়। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক ভাবে শহীদ দিবস পালিত হয় এবং এ উপলক্ষ্যে বই মেলার আয়োজন করা হয়।

এলআরবি/কেএস

বাংলাদেশ সময়: ১৬:২২:৪৭ ● ৪৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ