বশেমুরপ্রবি’তে কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি শুরু

প্রথম পাতা » ঢাকা » বশেমুরপ্রবি’তে কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি শুরু
বুধবার ● ১ সেপ্টেম্বর ২০২১


বশেমুরপ্রবি’তে কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি শুরু

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

তিন দফা দাবীতে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি পালণ করছে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ। দাবী গুলির মধ্যে রয়েছে, বিশ^ বিদ্যালয়ের বিধি বহির্ভূত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন। পদোন্নতি প্রক্রিয়ার জটিলতা নিরসন এবং ডিউডেট বাস্তবায়ন।  বিশ^বিদ্যালয়ের উপাচার্য বিধি মোতাবেক এ সকল কার্যক্রম না করায় বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে কর্মকর্তারা তাদের কর্ম বিরতি করেন। তাদের যৌক্তিক দাবী মেনে না নেওয়া পর্যন্ত কর্মকর্তারা এ কর্ম বিরতি পালণ কওে যাবেন বলে সাংবাদিকদের জানান।
বুধবার দুপুরে প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন। এসময় বিশ^বিদ্যালয় কর্মকর্তা এ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন মাহমুদ বলেন, কর্মকর্তাদের পদোন্নতির নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও উপাচার্য বিভিন্ন অজুহাতে বোর্ডে ফাইল তুলছেন না। এছাড়া বিশ^বিদ্যালয়ের নির্দিষ্ট বিধি ব্যতিরেকে তিনি ইচ্ছা মত বিধি আরোপ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এতে বিভাগীয় প্রার্থীরা আবেদন করতে ব্যর্থ হন। এসময় অন্যান্যেও মধ্যে নজরুল ইসলাম হিরা, ফারজানা ইসলাম ও তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা শেষে কর্মকর্তারা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় তলায় বসে কর্মবিরতি পালণ করেন। এবিষয়ে বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. এ কিউ এম মাহবুব এর সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে পওে সাক্ষাৎ দিবেন বলে জানান।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২১:৪৭ ● ৫৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ