নেছারাবাদে নদীর তীরের মাটি কাটায় সততা ব্রিক্সকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে নদীর তীরের মাটি কাটায় সততা ব্রিক্সকে জরিমানা
শনিবার ● ১৪ আগস্ট ২০২১


নেছারাবাদে নদীর তীরের মাটি কাটায় সততা ব্রিক্স’র জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদীর ভাঙন কবলিত তীর থেকে মাটি কাটার অভিযোগে সততা ব্রিক্স-কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ আগষ্ট (শনিবার) সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।
জানাগেছে, সমুদয়কাঠি এলাকার মামুনের ব্রিকফিল্ড ও জলাবাড়ীর সততা ব্রিক ফিল্ডের লোকজন দীর্ঘ দিন ধরে সন্ধ্যা নদীর ভাঙন কবলিত বিনায়েকপুর ও সেহাংঙ্গল এলাকা থেকে  মাটি কেটে নিচ্ছে। তারা নিষেধ অমান্য করে দিনের পর দিন মাটি কেটেই যাচ্ছে। শনিবার ভোর রাতে স্থানীয় ইউপি সদস্য কমলেশ রায় এর যোগসাযোগে ওই দু ব্রিক ফিল্ডের ৪/৫ টি ট্রলারে মাটি কাটিয়া নেওয়া শুরু করে। এসময় স্থানীয় ভুক্তভোগীরা তাদের ধাওয়া করে সততা ব্রিকস এর একটি ট্রলার আটক করেন। কমলেশসহ অন্য ট্রলারগুলো পালিয়ে যায়। তখন সততা ব্রিকসএর লেবার সরদার আমিনুল জানান,  এলাকার মেম্বার কমলেশ রায় এর কাছ থেকে মাটি কিনেছি এবং তার দেখানো মতেই মাটি কাটা হয়। এসময় মেম্বার কমলেশকে ফোন করলে তিনি মাটি বিক্রির কথা স্বীকার করেন। ঘটনাস্থলে আসতে বললে তিনি আসতে অসম্মতি জানান। এসময় এলাকাবাসী ইউএনওকে জানালে তিনি সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীকে ঘটনাস্থলে পাঠান এবং ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সততা ব্রিকস এর লেবার সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং কাটা মাটি ভূমি অফিসের সামনে ফেলার জন্য নির্দেশ দেন। ভবিষ্যতে আর মাটি না কাটার জন্যও নির্দেশ দেন। স্থানীয়রা জানান, মেম্বার কমলেশ দীর্ঘ দিন ধরে নদীর তীর থেকে মাটি কাটাচ্ছে। সে সততা ব্রিক ফিল্ডের কর্মচারী।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:৩৯ ● ৩৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ