আমতলীতে ছেলের মারধরে বাবা হাসপাতালে!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ছেলের মারধরে বাবা হাসপাতালে!
সোমবার ● ৯ আগস্ট ২০২১


আমতলীতে ছেলের মারধরে বাবা হাসপাতালে!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

ঘেরের মাছ ধরার প্রতিবাদ করায় ছেলে হাসান মুন্সি বৃদ্ধবাবা সেকান্দার মুন্সিকে(৮০) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাবা সেকান্দার মুন্সি এমন অভিযোগ করেন। আহত বাবাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে রবিবার সন্ধ্যায়।
জানাগেছে, উপজেলা সেকান্দারখালী গ্রামের সেকান্দার মুন্সি মাছের ঘের করে জীবিকা নির্বাহ করে আসছে। ওই ঘেরের মাছ প্রায়ই ছেলে হাসান মুন্সি জোরপুর্বক ধরে নিয়ে যায় এমন অভিযোগ বাবার। রবিবার সন্ধ্যায় ছেলে হাসান মুন্সি মাছ ধরতে ঘেরের বাঁধ কেটে দেয়। বাবা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছেলে বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তার মারধর বাবা সেকান্দার মুন্সির বাম পাসহ শরীরের বিভিন্ন স্থানে যখম হয়। স্বজনরা বাবাকে উদ্ধার করে ওইদিন রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
সেকান্দার মুন্সির মেয়ে মিনারা বেগম বলেন, বৃদ্ধ বাবাকে ভাই হাসান মুন্সি মারধর করেছে।
বৃদ্ধ বাবা সেকান্দার মুন্সি কান্নাজনিত কন্ঠে বলেন, মোর পোলায় জোর হইর‌্যা মাছ ধরতে মোর ঘের কাইট্টা দেয়। মুই এইয়্যার প্রতিবাদ হরলে পোলায় মোরে পিডাইছে। তিনি আরো বলেন, দুই মাস আগেও পোলায় মোরে মারছে। মুই এইয়্যার বিচার চাই।
ছেলে হাসান মুন্সি বাবাকে মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার ঘেরের মাছ ধরতে আমি বাঁধ কেটেছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহাদাত হোসেন  বলেন, বৃদ্ধ সেকান্দার মুন্সির বাম পা ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৯:১৫ ● ৬৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ