বাগেরহাটে করোনা টিকা কার্যক্রমে তৎপর স্বেচ্ছাসেবক লীগ

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে করোনা টিকা কার্যক্রমে তৎপর স্বেচ্ছাসেবক লীগ
শনিবার ● ৭ আগস্ট ২০২১


বাগেরহাটে করোনা টিকা কার্যক্রমে তৎপর স্বেচ্ছাসেবক লীগ

বাগেরহাট সাগরকন্যা প্রতিনিধি॥

 

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় বাগেরহাট পৌরসভা ও ইউনিয়নব্যাপী ২৫ বছরের ঊর্ধ্বে সকল বয়সে মানুষকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে একযোগে শুরু হয় টিকা কার্যক্রম। টিকা প্রদান কর্মসূচী সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,  জেলা ও রামপাল উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিদর্শন করেন ও সার্বিক কার্য পরিচালনা করার লক্ষ্যে কাজ করছেন।

সর্বোপরি তাঁর নির্বাচিত ইউনিয়ন ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত কেন্দ্র ইসলামাবাদ ফাজিল ডিগ্রী মাদ্রাসায় টিকা কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেন।

সে সময় টিকাদান কার্যক্রমের সহযোগিতা করেন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও তারুণ্যের বাঁশতলী নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।


এসএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৮:১৬ ● ৬৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ