নাজিরপুরে ৩মাদক সেবিকে কারাদন্ড

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ৩মাদক সেবিকে কারাদন্ড
বৃহস্পতিবার ● ৫ আগস্ট ২০২১


নাজিরপুরে ৩মাদক সেবিকে কারাদন্ড

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে ৩মাদক সেবিদের প্রত্যেককে এক মাসের করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দীর্ঘা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের বাবুল মন্ডলের ছেলে উজ্জল মন্ডল (২৫), সদর ইউনিয়নের দক্ষিন চিথলিয়া গ্রামের ছালেক খানের ছেলে মো. মাহাতাব আলী খান (২৮), একই গ্রামের মৃত খালেক বিশ্বাসের ছেলে মোরছালিন বিশ্বাস (২২)।
বৃহস্পতিবার (৫  আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত তাদের এ দন্ড প্রদান করেন। উপজেলার মাটিভাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দন্ডপ্রাপ্তদের মাটিভাঙ্গা ইউনিয়নের ছৈলাবুনিয়ার সরকারী আবাসনের কাজ করার কালে তারা মাদক সেবন করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, পুলিশের হাতে আটক ওই ৩ মাদক সেবিকে  তাদের দেয়া স্বীকারোক্তি ও তথ্য প্রমানের ভিত্তিতে প্রত্যেককে একমাসের করে কারাদন্ড প্রদান করা হয়।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৩০ ● ২৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ