পটুয়াখালীতে ১৯ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ১৯ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১


পটুয়াখালীতে ১৯ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

 

পটুয়াখালীতে সম্প্রতি অনুষ্ঠিত ১৯টি উইনয়ন পরিষদের বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ,পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জালাল আহম্মেদসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, (২১জুন ২০২১ তারিখে)  বাউফল উপজেলার ৯টি, দৃমকি উপজেলার ৩টি, গলাচিপা ৪টি এবং দশমিনা ৩টি ইউনিয়ন পরিষদের মোট ১৯টি ইউনিয়ন পরিষদের  নির্বাচন সম্পন্ন হয়। এতে ১৯টি ইউপির মধ্যে ১৬টি নৌকা এবং ৩টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন, বাউফল উপজেলার চন্দ্রদ্বীপের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক, কেশবপুরের সালেহ উদ্দিন পিকু, ধুলিয়ার মু. হুমায়ুন কবির, কনকদিয়ার মো. শাহিন হাওলাদার, আদাবাড়িয়ার মনজুর আলম, কাছিপাড়ার রফিকুল ইসলাম, কালাইয়ার এসএম ফয়সাল আহম্মেদ, কালিশুরির মোহাম্মাদ নেছার উদ্দিন শিকদার ও বগা ইউনিয়নে মাহামুদ হাসান। দুমকির আংগারিয়ার সৈয়দ গোলাম মরতুজা, পাংগাশিয়ার নজরুল ইসলাম এবং মুরাদিয়ার মিজানুর রহমান। গলাচিপার আমখোলা ইউনিয়নের কামরুজ্জামান মনির, গোলখালীতে নাসির উদ্দিন, চিকনিকান্দির সাজ্জাদ হোসেন ও রতনদী তালতলীতে গোলাম মোস্তফা। দশমিনার আলিপুর ইউনিয়নের স্বতন্দ্র আতিকুর রহমান, বহরমপুর স্বতন্ত্র আসাদুজ্জামান সোহাগ এবং বাঁশবাড়িয়ার কাজী আবুল কালাম নির্বাচনে নির্বাচিত হয়েছেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪১:৪৬ ● ৪০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ