দুমকিতে লকডাউনে ফাঁকা সড়ক

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে লকডাউনে ফাঁকা সড়ক
বৃহস্পতিবার ● ১ জুলাই ২০২১


দুমকিতে লকডাউনে ফাঁকা সড়ক

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

লকডাউনের প্রথম সকালে পটুয়াখালীর দুমকি উপজেলা শহরে কঠোরভাবে পালিত হয়েছে। সড়কগুলো ছিলো জনমানবশূণ্য। সড়কে ছিলো না কোন যানবাহন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাজারে কিছু কিছু দোকানপাট খুললে প্রশাসনের কঠোর অবস্থানে তাও বন্ধ হয়ে যায়।
সকাল নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ’র নেতৃত্বে শহরে ভ্রাম্যমান আদালতের টহল চলে। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান খোলায় এবং স্বাস্থ্যবিধি না মানায় এক ব্যবসায়িকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার লেবুখালী ফেরীঘাট, পাগলা, বোর্ড অফিস বাজারে নিষেধাজ্ঞা উপেক্ষা করায় অন্তত: ৪জনকে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলায় দুই প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি ও পুলিশের টহল রয়েছে। লকডাউন সফল করতে প্রথম দিন সতর্ক করে দেয়া হলেও কাল থেকে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে। দেশে করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় মানুষ এ লকডাউনকে ইতিবাচক হিসেবে দেখছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪৫ ● ৩০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ