কাউখালীতে তামাক বিরোধী প্রশিক্ষণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে তামাক বিরোধী প্রশিক্ষণ
সোমবার ● ৭ জুন ২০২১


কাউখালীতে তামাক বিরোধী প্রশিক্ষণ

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭জুন) কাউখালী উপজেলা  প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে অনুষ্ঠানে তামাকের কুফল নিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.হাবিবুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথি ।প্রশিক্ষণে মানুষের শরীরে তামাক কি ভাবে ক্ষতি করে তা অনুষ্ঠানে তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ওসি(তদন্ত) রেজাউল করিম রাজিব, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আজিম শরীফ,শিক্ষা অফিসার আব্দুল হাকিমসহ জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,ইমামসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তামাক বিরোধী ওই প্রশিক্ষনে অংশগ্রনহ করেন। প্রশিক্ষনে বক্তরা মানবদেহের জন্য তামাকের ক্ষতিকর দিক গুলো সম্পর্কে ব্যাপক সচেতনতা প্রয়োজন বলে তুলে ধরেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৯:০৯ ● ৪০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ