গলাচিপায় ব্রিজ ভেঙে পড়ায় নারীসহ আহত-৬

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ব্রিজ ভেঙে পড়ায় নারীসহ আহত-৬
শনিবার ● ২৯ মে ২০২১


গলাচিপায় ব্রিজ ভেঙে পড়ায় নারীসহ আহত-৬

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের ব্রিজ ভেঙে অসুস্থ নারীসহ ছয়জন আহত হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের চারজন পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ও দুজন বরিশল শের-ই বাংলা মেডিক্যল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে জড়াজীর্ণ অবস্থায় ছিল। শনিবার সকাল ১০টার দিকে অসুস্থ জাহানুর বেগমে নিয়ে পটুয়াখালী হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয় পরিবার। এ সময় ব্রিজ পার হতে গেলে হঠাৎ ভেঙে পড়ে ব্রিজটি।এ সময় অসুস্থ জাহানুর বেগমসহ (৬০), বাচ্চু (৩৫), তামিম (১৬), জাহাঙ্গীর (৫৫), শাকিল খান (২০) ও মামুন খান (৪০) পানিতে পড়ে মারাত্মক আহত হয়। আহত সবাই কালাইকিশোর গ্রামের বাসিন্দা।গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘটনা শোনার পরই সরেজমিন পরিদর্শনের জন্য প্রতিনিধি পাঠিয়েছি। ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৪৩ ● ১১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ