মহাসমাবেশ সফলের আহ্বান পিরোজপুরে জামায়াতের মিছিল

হোম পেজ » পিরোজপুর » মহাসমাবেশ সফলের আহ্বান পিরোজপুরে জামায়াতের মিছিল
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাই ঢাকায় ঘোষিত জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুরে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে পৌর জামায়াতের উদ্যোগে এই মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন পৌর জামায়াতের আমির ইসহাক আলী খান। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সদর আমির মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর সেক্রেটারি রাকিবুল হাসান এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান ও ইমরান।

মিছিলটি কেন্দ্রীয় বড় মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে ‘চলো চলো ঢাকায় চল, মহাসমাবেশ সফল কর’- এ স্লোগান দেওয়া হয়।

মিছিলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ছাড়াও আশপাশের এলাকা থেকে আসা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অংশ নেন।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৩:০৬ ● ১১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ