পিরোজপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পিরোজপুরে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) জোহরের নামাজের পর জেলা প্রশাসনের উদ্যোগে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ কর্মসূচি হয়।

 

একই দিনে জেলার অন্যান্য মসজিদ ও উপাসনালয়েও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর ইউএনও মামুনুর রশিদ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল কবির, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, শ্রমিক নেতা আফজাল হোসেন টিপু, ব্যবসায়ী নেতা আহসানুল কবিরসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

 

দোয়া পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের হোসেন।

 

জেলা প্রশাসক বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র ও ভোটাধিকার। তাদের সম্মান রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৬:০০:১১ ● ১৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ