ঢাকায় ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগ হত্যা পাথর নিক্ষেপকারী পটুয়াখালী থেকে গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » ঢাকায় ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগ হত্যা পাথর নিক্ষেপকারী পটুয়াখালী থেকে গ্রেফতার
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যায় পাথর নিক্ষেপকারীকে পটুয়াখালীর ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার ডিবির একটি দল সোহাগ হত্যা মামলার এক আসামিকে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে ধরে নিয়ে গেছে। একই রাতে তারা অন্য একটি জেলায় অভিযান চালিয়েছে, তবে নিরাপত্তাজনিত কারণে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এর আগে গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দি ও প্রযুক্তির সহায়তায় ওই আসামির অবস্থান নিশ্চিত হয়ে পটুয়াখালীতে আসে তারা। পরে ইটবাড়িয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্রটি আরও জানায়, এই আসামিই সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিল- এমন তথ্য নিশ্চিত হয়েছে ডিবি পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী অন্য এক আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তবে কৌশলগত কারণে বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৪০ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ