নাজিরপুরে জমি বিরোধে খুনের ঘটনায় ৪ জনের যাবজ্জীবন

হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে জমি বিরোধে খুনের ঘটনায় ৪ জনের যাবজ্জীবন
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের নাজিরপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে খুন হওয়া এক ব্যক্তির মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।

 

সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দুজনকে খালাস দেওয়া হয়েছে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাজিরপুর উপজেলার মধ্য হোগলাবুনিয়া গ্রামের হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে মাজেদুল ইসলাম ডালিম (৪১) ও সেলিম শেখ (৪৬), এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)।

তবে মামলার শুনানিকালে হাতেম আলী শেখ মারা যান।

 

খালাসপ্রাপ্তরা হলেন- হাতেম আলীর স্ত্রী সেফালি বেগম (৫৬) ও জাহাঙ্গীরের স্ত্রী হাসি বেগম (৩৮)।

 

মামলার এজাহার অনুযায়ী, ২০১৭ সালের ৭ ডিসেম্বর মধ্য হোগলাবুনিয়া গ্রামের বাদশা শেখ ধান শুকাতে যাওয়ার পথে প্রতিপক্ষের ১৪-১৫ জন লোক তার উপর হামলা চালায়।

তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয় এবং হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়।

 

পরে পুলিশি সহায়তায় বাদশাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।

 

ওই ঘটনায় বাদশার স্ত্রী আকলিমা বেগম ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

পরবর্তী বছর পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

 

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০২:৩৩ ● ১২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ