গলাচিপায় কোম্পানির টাকা আত্মসাৎ, আসামি কারাগারে

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় কোম্পানির টাকা আত্মসাৎ, আসামি কারাগারে
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় ডেকো ফুড গ্রুপের আড়াই লাখ টাকার পণ্য বিক্রি করে টাকা আত্মসাৎ করেন বিক্রয় প্রতিনিধি মো. হাসান সিকদার (৩০)। আত্মগোপনে থাকার পর তিনি র‍্যাবের হাতে অপর একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে পটুয়াখালী কারাগারে রয়েছেন।

 

এদিকে, ক্ষতিগ্রস্ত আল আমিন গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর মামলা (নং-১৫) দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছে।

 

বাদী মো. আল আমিন জানান, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর (সোমবার) দুপুরে গলাচিপার ১ নম্বর ওয়ার্ড থেকে হাসান সিকদার ডেকো ফুড গ্রুপের প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের পণ্য নিয়ে চরকাজল ও চরবিশ্বাস এলাকায় বিক্রি করেন। কিন্তু টাকা জমা না দিয়ে সিম ভেঙে ঢাকায় পালিয়ে যান তিনি।

 

আল আমিন অভিযোগ করেন, বারবার যোগাযোগের চেষ্টা করলেও হাসানের বাবা মজিবর সিকদার শুধু আশ্বাস দিয়ে ঘুরাতে থাকেন। পরে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, আদালতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:৩০:০১ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ