
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে অবশেষে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার বদলির আদেশের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা মানববন্ধন ও অবরোধে হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।
সোমবার (১৪ জুলাই) সকালে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগে ডা. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতা গৌরনদীর আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে ইউএনও রিফাত আরা মৌরী, এসিল্যান্ড রাজীব হোসেন এবং ওসি ইউনুস মিয়া বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
পরে আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডা. মনিরুজ্জামানকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে লেকচারার হিসেবে বদলি করা হয়। তার স্থানে ওএসডি (অতিরিক্ত) মো. শাহতা জারাব সালেহিনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
তবে মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ডা. মনিরুজ্জামানের সমর্থকরা তার বদলির আদেশ বাতিলের দাবিতে একই স্থানে পাল্টা মানববন্ধন ও সড়ক অবরোধ শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্স চালক জাবেদ সেলিম ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সোহাগ কাজীর নেতৃত্বে অর্ধশতাধিক যুবক তাদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং অবরোধ পণ্ড হয়ে যায়।
হামলায় জাবেদ সেলিমসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া সাগরকন্যাকে বলেন, আমাদের টিমে মাত্র ৫ জন পুলিশ ছিল। তারপরও আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডা. মনিরুজ্জামান ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে কমিশন বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে। তার বদলির খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।