চরফ্যাশনে জমির বিরোধে হামলা; থানায় পাল্টাপাল্টি অভিযোগ

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে জমির বিরোধে হামলা; থানায় পাল্টাপাল্টি অভিযোগ
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশনে জমি বিরোধকে কেন্দ্র করে এক অসহায় পরিবারের উপর হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের বকশী বাড়িতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেন ভুক্তভোগীরা। হামলা ও অপপ্রচারের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন দুই পক্ষ।

 

সংবাদ সম্মেলনে হাছান বানু অভিযোগ করেন, ১২ বছর আগে তার শ্বশুর নজীর আহমদ বকশী কাছ থেকে দেড় লাখ টাকায় ৩২ শতক জমি কিনলেও দলিল দেননি। ওই জমি দীর্ঘদিন ধরে তার পরিবার ভোগদখল করছে। গত রোববার (১৩ জুলাই) তার ছেলে আমিনুল ইসলাম জমিতে সেচ দিতে গেলে নজীর আহমদ ও তার পরিবারের লোকজন হামলা চালায়।

 

হামলায় হাছান বানুর স্বামী ইয়াছিন বকশী, ছেলে আমিনুল, মেয়ে বিবি কুলছুম ও সুফিয়া আহত হন বলে দাবি করেন তিনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে।

 

হাছান বানুর ছেলে আমিনুল ইসলাম বলেন, প্রতিপক্ষরা আত্মীয় হলেও জমি বিক্রির পরও বুঝিয়ে দেয়নি, বরং রোপণকৃত ধান নষ্ট করেছে এবং মিথ্যা অভিযোগে গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে।

 

অন্যদিকে অভিযুক্ত শিক্ষক আলআমিন বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। তবে আমার দাদা নজীর আহমদকে হামলা করে আহত করা হয়েছে।

 

স্থানীয় সালিশদাররা জানান, নজীর আহমদ টাকা নিলেও জমি বুঝিয়ে দেননি। এ নিয়ে কয়েকবার সালিশ হয়েছে, কিন্তু তিনি সিদ্ধান্ত মানেননি।

 

চরফ্যাশন থানার ওসি মিজান হাওলাদার জানান, ঘটনার বিষয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:০২:৩২ ● ১৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ