পায়রা বন্দরের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকায় সক্রিয় দালালচক্র!

হোম পেজ » বিশেষ প্রতিবেদন » পায়রা বন্দরের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকায় সক্রিয় দালালচক্র!
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদন, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ তুলতে গিয়ে এক নারী দালালচক্রের চাপে বিপাকে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মনিরা বেগম বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

 

চান্দুপাড়া গ্রামের জালাল হাওলাদারের স্ত্রী মনিরা বেগম অভিযোগে উল্লেখ করেন, দশকানি গ্রামের শাহাদাত তালুকদার ও মোস্তাফিজুর রহমান নামের দুই ব্যক্তি তার বরাদ্দকৃত টাকার ১৫% দাবি করেন। স্ট্যাম্পে স্বাক্ষর করতেও তাকে বাধ্য করা হয়। তিনি রাজি না হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে সরাসরি আবেদন করেন।

 

পরে ২৬ মে তার স্বামীর নামে ক্ষতিপূরণের চেক ইস্যু হলে ওই দুইজন আরও ৫-৬ জনকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে তার ছেলে এনামুল হককে আটকে দেড় লাখ টাকা দাবি করেন বলে অভিযোগে বলা হয়েছে। এখনো হুমকি-ধামকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা চলছে বলে জানান মনিরা।

 

তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে অভিযুক্ত শাহাদাত তালুকদার গণমাধ্যমকে জানান, জমিটি নিয়ে মামলা ছিল এবং সমাধানে খরচ হয়েছে। সে খরচ বাবদই টাকা দাবি করা হয়েছে। হুমকি বা চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৩০ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ