গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আমতলীতে মহাসড়ক অবরোধ-আগুন

হোম পেজ » বরগুনা » গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আমতলীতে মহাসড়ক অবরোধ-আগুন
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন আমতলীর ছাত্র প্রতিনিধিরা।

 

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে এক ঘণ্টা ধরে আমতলীর একে স্কুল চৌরাস্তায় তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। তবে সাড়ে ৬টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

বিক্ষোভে অংশ নেয়া ছাত্রদের অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা করেছে। তারা অভিযোগ করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের ঠেকায়নি।

 

বিক্ষোভে নেতৃত্ব দেন বৈষম্য ছাত্র আন্দোলনের আমতলী উপজেলা প্রতিনিধি ফাতিমা তুজ জোহরা মৈতি। তার সঙ্গে ছিলেন বায়জিদ, বেল্লাল, মুসতারিন, ফরহাদ, ফারদিন, তানভির, নির্জনা, অনন্যসহ আরও অনেকে।

 

ফাতিমা তুজ জোহরা মৈতি বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ন্যাক্কারজনক। আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি।”

 

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ২১:২৮:৪৪ ● ১৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ