জুলাই শহীদ দিবস পিরোজপুরে গণঅধিকার পরিষদের পদযাত্রা

হোম পেজ » পিরোজপুর » জুলাই শহীদ দিবস পিরোজপুরে গণঅধিকার পরিষদের পদযাত্রা
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে পিরোজপুরে পদযাত্রা করেছে গণঅধিকার পরিষদ। বুধবার (১৬ জুলাই) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদ দিবস উপলক্ষে এই পদযাত্রার আয়োজন করে গণঅধিকার পরিষদ (জিওপি) পিরোজপুর জেলা শাখা।

 

পদযাত্রায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, সহ সম্পাদক ইমরান খান রাছেল, সদস্য ইঞ্জিনিয়ার নিজামউদ্দীন, জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আতিকুল ইসলাম মান্না, সহ সভাপতি ইয়ার হোসেন রিপন ও ফোরকান হোসেন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি ইমাম হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম রাসেল এবং জেলা সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ।

 

নেতারা বলেন, ৭৫ পরবর্তী গণহত্যার বিচার এখনও হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করতে হবে। পাশাপাশি একটি কার্যকর রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার। গণঅধিকার পরিষদ মানবাধিকারের প্রশ্নে সবসময় সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৪৯:৫৯ ● ৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ