
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন
ভোলা জেলার চরফ্যাশনের আহম্মদপুর স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মান উন্নয়ন ও কলেজ প্রতিষ্ঠার দাবিতে এক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন।
প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. হোসেন মৌলভী, আমোদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ সালাউদ্দিন মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির মোল্লা, হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির নেতা জাকির হোসেন বাকের এবং নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নুরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিছির আহমেদ ভূঁইয়াকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে বহু শিক্ষা প্রতিষ্ঠানে অবদানের জন্য রফিকুল ইসলাম মাস্টারকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বক্তারা বলেন, এ অঞ্চলে এখনো কলেজ নেই। ফলে এসএসসি বা দাখিল পাস করার পর অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষায় এগোতে না পেরে ঝরে পড়ে। এজন্য এখানকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি কলেজ স্থাপন জরুরি বলে মত দেন বক্তারা।