ছাতকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

হোম পেজ » সর্বশেষ » ছাতকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, সুনামগঞ্জ

 

সুনামগঞ্জের ছাতকে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) বাদ জোহর ছাতক উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে ছাতকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। একইসঙ্গে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

আয়োজনে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, এই আন্দোলন শুধু কোটা সংস্কার নয়, বরং এটি বৃহত্তর বৈষম্যবিরোধী সামাজিক সংগ্রাম।

 

কর্মসূচির সফল বাস্তবায়নে ভূমিকা রাখেন যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, যুগ্ম সদস্য সচিব মো. নূরুল আমীন সাদিক এবং সদস্য আবু সালেহ ও মো. হাসান।

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আমিন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩৩ ● ১২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ