গোপালগঞ্জে হামলার প্রতিবাদ ছাতকে ছাত্রজনতার বিক্ষোভ-সড়ক অবরোধ

হোম পেজ » সর্বশেষ » গোপালগঞ্জে হামলার প্রতিবাদ ছাতকে ছাত্রজনতার বিক্ষোভ-সড়ক অবরোধ
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)

 

গোপালগঞ্জে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদে ছাতকে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। বুধবার মাগরিবের নামাজের পর ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাতক উপজেলা শাখা। এসময় বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হলেও কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

 

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়েরসহ স্থানীয় নেতারা। বিক্ষোভটি গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে হামলার মাধ্যমে দেশে ভয়াবহ আইনশৃঙ্খলাহীনতা সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আহ্বায়ক জুবায়ের বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েমের পাঁয়তারা করছে।

 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের বিচার না হলে আরও কঠোর কর্মসূচি আসবে।

বাংলাদেশ সময়: ২২:২৮:১৩ ● ১৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ