বিপর্যস্ত স্বাস্থ্যসেবা কলাপাড়ায় তিন লাখ মানুষের জন্য তিন চিকিৎসক!

হোম পেজ » পটুয়াখালী » বিপর্যস্ত স্বাস্থ্যসেবা কলাপাড়ায় তিন লাখ মানুষের জন্য তিন চিকিৎসক!
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদন, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসক সংকট চরমে পৌঁছেছে। ৫০ শয্যার উপজেলা হাসপাতাল ও কুয়াকাটার ২০ শয্যার হাসপাতালে কর্মরত চিকিৎসক আছেন মাত্র তিনজন। অথচ পুরো উপজেলায় বাস করেন প্রায় তিন লক্ষ মানুষ।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কলাপাড়ায় ২৪৬টি অনুমোদিত পদের মধ্যে ১০৪টি শূন্য। চিকিৎসক পদে কর্মরত থাকা সাতজনের মধ্যে চারজনই সংযুক্তি, ছুটি বা অন্যত্র কর্মরত। ফলে বাস্তবে মেডিকেল অফিসার নেই বললেই চলে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী, জুনিয়র কনসালটেন্ট ডা. কামরুন্নাহার মিলি ও ডা. শরীফ শায়লা ইসলাম চিকিৎসা দিচ্ছেন।

 

এদিকে ডা. শংকর প্রসাদ অধিকারীকে প্রায়ই প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। কুয়াকাটার ২০ শয্যার হাসপাতালে মাত্র একজন উপসহকারী মেডিকেল অফিসার দিয়ে চলছে কার্যক্রম। মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকই নেই।

 

প্রতিদিন বহির্বিভাগে ৪০০-৪৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন, আর ভর্তি থাকেন ১১০-১২০ জন রোগী। শুধু কলাপাড়ার বাসিন্দাই নয়, তালতলী, আমতলী ও রাঙ্গাবালীর অনেক রোগীও এখানে চিকিৎসা নিতে আসেন।

---

 

ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ১২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জরুরি ভিত্তিতে ৬-৮ জন চিকিৎসক পদায়নের জন্য চিঠি পাঠানো হয়েছে।

 

পায়রা বন্দর, কুয়াকাটা পর্যটনকেন্দ্র, মহিপুর মৎস্যবন্দর, বিদ্যুৎ কেন্দ্রসহ হাজারো মানুষের স্বাস্থ্যসেবা এই হাসপাতালের ওপর নির্ভরশীল। দ্রুত চিকিৎসক নিয়োগ না হলে জনস্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন স্বাস্থ্যসচেতন নাগরিক সমাজ।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৮ ● ৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ