জুলাই শহীদদের স্মরণে বরগুনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

হোম পেজ » বরগুনা » জুলাই শহীদদের স্মরণে বরগুনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বুধবার ● ১৬ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

জুলাই ও আগস্ট মাসের শহীদদের স্মরণে বরগুনায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করেন দলের কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।

 

বুধবার দুপুরে বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপি নেতা এজেড এম সালেহ ফারুক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতে সভাপতিত্ব করেন।

 

বক্তব্যে মামুন মোল্লা বলেন, বরগুনার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মোট ৫০ হাজার গাছের চারা বিতরণ করা হবে। তিনি বলেন, ঘূর্ণিঝড়প্রবণ বরগুনাকে রক্ষা করতে বেশি করে গাছ লাগাতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:২১:১২ ● ২০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ