নেছারাবাদে কাঁটা তারের বেড়া দিয়ে জমি দখল

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে কাঁটা তারের বেড়া দিয়ে জমি দখল
বুধবার ● ২৬ মে ২০২১


নেছারাবাদে কাঁটা তারের বেড়া দিয়ে জমি দখল

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে জমি নিয়ে বিরোধের জেরে কাঁটা তারের বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি স্বরূপকাঠী পৌরসভার ৯নং ওয়ার্ডের মাগুরা গ্রামে ঘটেছে। ওই গ্রামের মৃত মোস্তফা সিকদারের ছেলে মোঃ জাহিদ সিকদারের বিরুদ্ধে কাঁটা তারের বেড়া দিয়ে জোর পূর্বক প্রাবাসী মোঃ এমাম হোসেনের ক্রয় ও ভোগ দখলকৃত ফসলী জমি দখলের অভিযোগ করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০ বছর পূর্বের এমাম হোসেনের ক্রয় ও ভোগ দখলকৃত সম্পত্তিতে স্থাণীয় প্রভাবশালী নেতা গায়ের জোরে এমাম হোসেনের বাড়ীতে কেহ না থাকার সুযোগে কাঁটা তারের বেড়া দিয়ে দখল করে নেয়। এ বিষয়ে এমাম হোসেনের বোন বলেন, আমার ভাই ১০ বছর পূর্বে জায়গা ক্রয় করে গাছপালা-দোকান ঘর নির্মান করিয়া ভোগ দখল করিতেছে। আমার ভাই বিদেশে থাকে জাহিদ সিকদার এই সুযোগে আমার ভাইয়ের জায়গায় জোর পূর্বক কাঁটা তারের বেড়া দিয়ে দখল করেছে। এ বিষয়ে মোঃ জাহিদ সিকদার বলেন, আমি বেড়া দেইনি। যাদের কাছ থেকে আমি জায়গা ক্রয় করিছে তারা কাঁটা তারের বেড়া দিয়েছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৬:২৩ ● ৭১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ