চরফ্যাশনে সাড়ে ৯বস্তা চাল জব্দ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে সাড়ে ৯বস্তা চাল জব্দ
সোমবার ● ২৪ মে ২০২১


চরফ্যাশনে সাড়ে ৯বস্তা চাল জব্দ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলায় সরকারি চাল চুরির নয়া কৌশল শুরু হয়েছে। বস্তা পরিবর্তন করে চাল চুরি করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাড়ে ৯ বস্তা সরকারি চাল জব্দ করেছেন। সরকারি বস্তার পরিবর্তে চোরচক্র নুরজাহান নামক বস্তার লেভেল লাগিয়ে বিক্রি করছে।
জানাযায়, সোমবার (২৪ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ওচমানগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাশেমের বাড়ী থেকে এই চাল জব্দ করা হয়। ওয়ার্ড মেম্বার ইব্রাহীম বলেন, চাল গুলো সরকারি তবে কোথায় থেকে আসছে তা আমার জানা নেই। ওই বাড়ীর গৃহবধূ বলেন, চাল গুলো আমরা আবু তাহের বেপারীর কাছ থেকে ক্রয় করছি। স্থানীয় আবুল কাশেম মোল্লা বলেন,সরকারি চাল গুলো গরীবে পায় না বিত্তবানগন চাল গুলো ক্রয় করে নিয়ে যায়। খাদ্য গুদাম থেকে বেপারীগন টনে টনে চাল ক্রয় করেন। সরকারি চাল কিভাবে তারা ক্রয় করেন তা জানার বাহিরে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ^াস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা চাল জব্দ করছি। চাল সরকারি না অন্য তা ফুড অফিস বলতে পারবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৮:৪৮ ● ১৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ