ঢাকাগামী যাত্রীবাহী চারটি বাস আটক করে জরিমানা আদায়

প্রথম পাতা » পিরোজপুর » ঢাকাগামী যাত্রীবাহী চারটি বাস আটক করে জরিমানা আদায়
শনিবার ● ২২ মে ২০২১


 

---

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পাথরঘাটা আমুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৪টি বাস পিরোজপুরে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বাস ৪টির মালিককে জরিমানা করে বলে জানানো হয়।পাথরঘাটা ও আমুয়া  থেকে আসা বাসগুলিকে পাথরঘাটা ও আমুয়ায় ফিরিয়ে দিয়েছে বলেও পিরোজপুরের প্রশাসন জানিয়েছেন। শনিবার (২২ মে) দুপুরে শহরের পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব শিকারপুর এলাকায় প্রায় ২০০ যাত্রীসহ ৪টি বাস আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃতারিকুল আলম জানান, সরকার ঘোষিত  লকডাউনের বিধিনিষেধ অমান্য করে ৪টি বাস পাথরঘাটা ও আমুয়া থেকে ছেড়ে এসে পিরোজপুরের ওপর দিয়ে ২০০ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় বাস ৪টিকে আটক করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে প্রতিটি বাসের মালিককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি  বাসের যাত্রীদের সর্তক করে বাসগুলোকে যে স্থান থেকে ছেড়ে আসছিলো সেখানে ফেরত পাঠানো হয়েছে।

 

বাংলাদেশ সময়: ২০:১৭:৩৬ ● ১০৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ