বামনায় মোস্তফা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » বামনায় মোস্তফা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
শনিবার ● ২২ মে ২০২১


বামনায় মোস্তফা হত্যার বিচার দাবি মানববন্ধন

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলাধীনডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের অফিস সহকারী গোলাম মোস্তফার হত্যা কারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে শনিবার (২২ মে) সকালে ডৌয়াতলা বাজারের গোলচত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন শিক্ষক চাত্র/ ছাত্রী রাজনৈতিক নেতা মুক্তিযোদ্দা ওসাধারন জনগন।
ডৌয়াতলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিলন হাওলাদারের সভাপতিত্বে মানবব্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু,বাকসিশ নেতা অধ্যক্ষ জিয়াউল করীম,প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন,সাংবাদিক নেছার উদ্দিন,প্রধান শিক্ষক অবসর মো নুরুল হক খান,মুক্তিযোদ্দা নুরুজ্জামান খান,প্রভাষক বাবুল গোমস্তা,নিহত মোস্তফার পুত্র হাসিব জোমাদ্দার,আওয়ামীলীগ নেতা নিজাম মৃধা প্রমুখ।উল্লেখ্য গত বুধবার  বিকালে মোস্তফা জোমাদ্দার  বাড়ী বের হয়ে নিখোজ হন।পরে গত শুক্রবার সকালে ডৌয়াতলা চৌকিদার বাড়ী পাশের হোতা খালে লোকজন তার লাশ ভাসতে দেখে পুলিশ খবরদেয়।পুলিশ ঘটনাস্হলে পৌছে তার  লাশ উদ্দার করে বরগুনার মর্গে ময়না তদন্তে পাঠান।গত শুক্রবার রাতে নিহত মোস্তফার স্ত্রী আলমতাজ বাদী হয়ে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ সন্দেহ ভাজন হিসেবে নিহতের ভাগিনা মিজানুর রহমান ও একই গ্রামের নাসির উদ্দিননকে গ্রেফতার করে জেল হাজতে পাঠান।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৩:৪২ ● ৫৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ