দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত:ঘর ভষ্মীভূত

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত:ঘর ভষ্মীভূত
শনিবার ● ১ মে ২০২১


দুমকিতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত:ঘর ভষ্মীভূত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একই বাড়ির তিনটি বসত:ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের রাজাবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পাশাপাশি ৩টি বসত:ঘর ভষ্মীভূত হয়ে অন্তত: ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩টার দিকে মৃত রাজা গাফফার মিয়ার ছেলে রাজা খলিলের পাকেরঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সেহরী খেতে জেগে ওঠা বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে খলিল রাজার বসত:ঘরসহ আশপাশের আলকাচ রাজা ও বিলকিস রাজার বসত:ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সাথে সাথে পটুয়াখালী ফায়ার সার্ভিসে ফোন করা হলেও ঘটনার অন্তত: সোয়া ঘন্টা পর ভোর সোয়া ৪টায় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে বসত:ঘর ৩টি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। তবে অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্থ রাজা খলিলুর রহমানের দাবি জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধে শত্রুপক্ষের লোকজন পেছনের পাকেরঘরে আগুণ লাগিয়েছে। রাজা আলকেচ ও রাজা বিলকিস মিয়া জানান, আগুনে তাদের বসত:ঘরের মালামালসহ গবাদি পশু ৩/৪ছাগল, হাস-মুরগি সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। এতে তিন পরিবারের অন্তত: ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।

এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:২৩ ● ৬০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ