পিরোজপুরে দেড় শতাধিক বাবুই পাখির ছানা মেরে ফেললো কৃষক!

প্রথম পাতা » পটুয়াখালী » পিরোজপুরে দেড় শতাধিক বাবুই পাখির ছানা মেরে ফেললো কৃষক!
রবিবার ● ১১ এপ্রিল ২০২১


পিরোজপুরে দেড় শতাধিক বাবুই পাখির ছানা মেরে ফেললো কৃষক!

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ইন্দুকানিতে ক্ষেতের বোরো ধান খাওয়ায় প্রায় দেড় শতাধিক বাবুই পাখির ছানা মেরে ফেললেন  ক্ষেত মালিকের ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের হেমায়েত হোসেন মোল্লাসহ কয়েক জন কৃষক জমিতে বোরো ধান চাষ করেছেন।  কিন্তু গত কয়েক দিন ধরে বিভিন্ন প্রজাতির পাখি জমির ধান খেয়ে ফেলছে।এতে ক্ষিপ্ত হয়ে  হেমায়েত তার ছোট ভাই লুৎফর রহমানকে ধানক্ষেতের পাশের দু’টি তাল গাছে থাকা বাবুই পাখির প্রায় শতাধিক বাসা ভেঙে পাখিগুলো মেরে ফেলার জন্য বলেন। তার নির্দেশ অনুযায়ী লুৎফর রহমান স্থানীয় সুভাসসহ দু’জনকে সাথে নিয়ে তাল গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙে  ফেলে ছানাগুলো পাশের খালে ফেলা দেয় আর কিছু ছানা পুড়িয়ে ফেলে। এর মধ্যে দুই-চারটি যা বেঁচে আছে, সেগুলোর কাছে গেলে খাবারের জন্য মুখ হা করে।

এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিস চন্দ্র বোস জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ এখনও পাইনি। বাবুই পাখি একটি বিপন্ন প্রজাতির পাখি। জীববৈচিত্র্য রক্ষার জন্য এটি রক্ষণা-বেক্ষণ আমাদের সবারই কর্তব্য। পাখিগুলো হত্যা করা একটি অমানবিক কাজ।

ক্ষেত মালিক হেমায়েত হোসেন  বলেন, আমার কয়েক জন কৃষক ৫০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। পাখি আমাদের  জমির ধান নষ্ট করে ফেলছে।তাই আমার ছোট ভাই কিছু পাখির বাসা ভেঙেছে। আমি এ খবর শুনে তাকে গাল-মন্দ করেছি।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২১:৪৪ ● ৫৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ