রাঙ্গাবালীতে ঐতিহ্যবাহী কাবাডি খেলা

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ঐতিহ্যবাহী কাবাডি খেলা
শুক্রবার ● ২৬ মার্চ ২০২১


রাঙ্গাবালীতে ঐতিহ্যবাহী কাবাডি খেলা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এ খেলার শুরুতে উপজেলার ছয়টি দল অংশগ্রহণ করেন। শুক্রবার বিকেলে রাঙ্গাবালী একাদশ ও মৌডুবি একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৫৭ পয়েন্ট পেয়ে রাঙ্গাবালী একাদশ চ্যাম্পিয়ন এবং মৌডুবি একাদশ ১৮ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।
রাঙ্গাবালী থানা পুলিশের উদ্যোগে উপজেলা ক্রীড়া ও সমাজকল্যান ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ খেলা শেষে সন্ধ্যায় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এবং রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন ও ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মান্নান প্রমুখ।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৯:০২ ● ৪০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ