কলাপাড়ায় স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
বৃহস্পতিবার ● ১৮ মার্চ ২০২১


কলাপাড়ায় স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥


টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু ফের আদালতের নির্দেশে জেল হাজতে গেছেন। তার স্ত্রী ফাতেমা আক্তারের দায়ের করা একটি মামলায় পটুয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ওই মামলার জামিনের আবেদন করেন চেয়ারম্যান মশিউর রহমান এবং তার বাবা সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা। বিজ্ঞ আদালত সৈয়দ আক্তারুজ্জামানকে জামিন দেন। আর সৈয়দ মশিউর রহমানের জামিন বাতিল করে হাজতবাসের নির্দেশ দেন। উল্লেখ্য ইতোপূর্বে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান মশিউর রহমান শিমু স্বস্ত্রীক হাজতবাস করেছেন। আলোচিত এই চেয়ারম্যানের একাধিক স্ত্রী রয়েছে। ফাতেমা আক্তার জানুয়ারি মাসে এ মামলাটি করেছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৩:০৩ ● ৪৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ