রাঙ্গাবালীতে মাছের সাথে শত্রুতা!

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে মাছের সাথে শত্রুতা!
শুক্রবার ● ৫ মার্চ ২০২১


রাঙ্গাবালীতে মাছের সাথে শত্রুতা!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৫লক্ষাধিক টাকার মাছ মেরেছে দুর্বৃত্তরা।
বুধবার মধ্যরাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ঘের মালি।স্থানীয়রা জানায়, এক বছর আগে দুই লাখ টাকা ব্যয় করে গহিনখালী নিজ গ্রামে মাছ চাষের জন্য ঘের করেন রনি হাওলাদার। সেখানে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ চাষ করেন তিনি। বুধবার মধ্যরাতে তার সেই ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। ফলে বৃহস্পতিবার সকাল থেকে বিক্রয় উপযোগী মাছগুলো মরে ভেসে উঠতে থাকে।
পাঁচ লাখ টাকা ক্ষতির কথা উল্লেখ করে ঘের মালিক রনি হাওলাদার বলেন, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি কারোক্ষতি করি নাই। কিন্তু আমার এ রকম ক্ষতি কে করল?রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৪:৫৭ ● ২৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ