চরফ্যাশনে আ’লীগের মোরশেদ মেয়র নির্বাচিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে আ’লীগের মোরশেদ মেয়র নির্বাচিত
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১


চরফ্যাশনে আ’লীগের মোরশেদ মেয়র নির্বাচিত

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

চরফ্যাশন পৌরসভা নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী (নৌকা) মো. মোরশেদ ১৪৯১৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে রিটানিং অফিসার মো. রুহুল আমীন ফলাফল ঘোষনা করেন।
জানা যায়, মোট পৌর সভায় মোট ২৭৫৮৩ ভোটের মধ্যে মোট ১৬৪৪৫ ভোট পড়েছে। তার মধ্যে মেয়র প্রার্থী নৌকার মো. মোরশেদ ১৪৯১৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে বিজয় ঘোষণা করা হয়েছে।  বিএনপির প্রার্থী হুমায়ুন কবির সিকদার ধানের শীষ পেয়েছেন ৭৪৭ ভোট। সতন্ত্র প্রার্থী মীর মো. শরীফ হোসাইন নারিকেল গাছ প্রতীক  পেয়েছেন ৭৮১ভোট। কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছে। ১নং ওয়ার্ডের পাঞ্চাবী প্রতীকের স্বপন চৌধুরী ৬১৮ ভোট। নিকটতম প্রার্থী উটপাখি আবুল খায়ের নাজু পন্ডিত ৪৩৭ ভোট। ২নং ওয়ার্ডে মফিজ মেম্বার বিজয়। নিকটতম প্রার্থী নজরুল ইসলাম কৃষাণ। ৩নং ওয়ার্ডে আবদুল মতিন মোল্লা পাঞ্চাবী প্রতীক ৫৪০ ভোট। নিকটতম প্রার্থী মঞ্জু বাতান উটপাখি ৩৪৬ ভোট। ৪নং ওয়ার্ডে আক্তারুল আলম সামু পাঞ্চাবী প্রতীক পেয়েছেন ১২৩৮ ভোট নিকটতম প্রার্থী হলেন, তাপস পানির বোতল ৪৬৩ ভোট। ৫নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন পানির ডালিম বিজয়। নিকটতম প্রার্থী আকবর হোসেন হাওলাদার। ৮নং ওয়ার্ডে ছিদ্দিকুল্লাহ মোকতাদী ডালিম প্রতীক ৪৯৪ ভোট, নিকতম প্রার্থী মোশারেফ হোসেন মুন্না পানির বোতল ৪৬৭ ভোট।  ৯নং ওয়ার্ডে মিজানুর রহমান মঞ্জু উটপাখী ১৫৬০ ভোট। নিকটতম প্রার্থী আবদুল করিম মুন্সি ১০ ভোট। ৬নং ও ৭নং ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দিতায় মনির হোসেন, ও মোসতাহিদুল হক তানভীর। সংরক্ষিত ১নং ওয়ার্ডে ফরিদা পারভীন, ২নংওয়ার্ডে রেজওয়ানা পারভীন(বিনা প্রতিদ্বন্দিতায়) ৩নং ওয়ার্ডে জাহানারা বেগম। এদিকে দুপুর আড়াইটায় বিএনপির প্রার্থী হুমায়ুন কবির সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেছেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫১:০২ ● ২৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ