চরফ্যাসনে শান্তিপূর্ণ পরিবেশে পৌর নির্বাচন সম্পন্ন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাসনে শান্তিপূর্ণ পরিবেশে পৌর নির্বাচন সম্পন্ন
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১


চরফ্যাসনে শান্তিপূর্ণ  পরিবেশে পৌর নির্বাচন সম্পন্ন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন পৌর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর সাহায্যে রবিবার (২৮ ফ্রেব্রুয়ারী) সকাল ৮টায় পৌরসভার ১৭টি কেন্দ্রে কঠোর নিরপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহন করা হয়।
নির্বাচনকে ঘিরে কেন্দ্র ও ভোটারদের নিরপত্তার জন্য আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি। আর নতুন এই পদ্ধতিতে ভোট দেয়ার জন্য ভোটারদের মাঝে উৎসাহ ও কৌতুহল বিরাজমান ছিল।
চরফ্যাসন নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৭ হাজার ৫৭১ জন্য ভোটার অধ্যুষিত চরফ্যাসন পৌরসভায় ১৭টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এখানে মেয়র পদে ৩জন, সাধারন কাউন্সিলর পদে ২৫জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১২:৩২ ● ২৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ