আমতলীতে ভুঁয়া মূর্তিসহ প্রতারক গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ভুঁয়া মূর্তিসহ প্রতারক গ্রেফতার
রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১


আমতলীতে ভুঁয়া মূর্তিসহ প্রতারক গ্রেফতার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের সাহেব বাড়ী বাসস্ট্যান্ড থেকে ভুয়া সোনার মুর্তিসহ আল আমিন প্যাদা নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে শনিবার রাতে।
জানাগেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের পুর্ব কুকুয়া গ্রামের জব্বার প্যাদার ছেলে আল আমিন প্যাদা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার ভুয়া সোনার মুর্তিকে সোনার মুর্তি বলে টাকা হাতিয়ে নিয়ে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। শনিবার রাতে কুকুয়া ইউনিয়নের সাহেববাড়ী বাস স্ট্যান্ডের চায়ের দোকানদার মোঃ রিপন মিয়ার কাছে এসে প্রতারক আল আমিন সোনার মুর্তি বিক্রির কথা বলে। সোনার মুর্তি দেখে রিপনের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতা মিলে প্রতারক আল আমিনকে আটক করে। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই দোকানদার রিপন মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে প্রতারনা মামলা করেন। রবিবার বিকেলে পুলিশ প্রতারক আল আমিনকে আমতলী সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী মোঃ রিপন মিয়া বলেন, প্রতারক আল আমিন সোনার মুর্তি বিক্রির জন্য আমার কাছে আসে। সোনা দেখে আমার সন্দেহ হয়। পরে আমি স্থানীয় জনতা নিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, প্রতারক আল আমিন ভুয়া সোনার মুর্তি দেখিয়ে আসল সোনা বলে মানুষের সাথে প্রতারনা করে আসছিল। এ ঘটনার তার বিরুদ্ধে প্রতারনা মামলা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫১:০০ ● ২৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ