নাজিরপুরে আ’লীগের পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে আ’লীগের পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন
সোমবার ● ৪ জানুয়ারী ২০২১


নাজিরপুরে আ’লীগের পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৫নং শাখারীকাঠী ইউনিয়ন আ’লীগের  সম্মেলন মঞ্চে অগ্নি সংযোগ ও বোমা  হামলাসহ ভাংচুরের বিচারের দাবীতে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ জানুয়ারী) সকালে উপজেলা প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক পদ প্রত্যাশী মো. আল-আমীন খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ’লীগ প্রচার সম্পাদক   মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু ,ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি উজ্জল গাজী, ২নং ওয়ার্ড সভাপতি মো. শাহেদ আলী ফকির, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. মোশারেফ শেখ,৯নং ওয়ার্ড সভাপতি শৈলেন সমদ্দার, সহ ওই ইউনিয়ন আ’লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বরিবার (০৩ জানুয়ারী) বিকালে  ওই  ইউনিয়নের  চালিতাবাড়ি সরকারী প্রাথমিক  বিদ্যালয় মাঠে  ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে নিজের পরাজয় নিশ্চিত ভেবে ওই ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক গত ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. খালিদ হোসেন সজল তার ক্যাডার বাহিনী নিয়ে সভামঞ্চে হামলা করে। এ সময় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার সহ সভামঞ্চে  অগ্নি সংযোগ, চেয়ার-টেবিল ভাংচুর সহ নেতা-কর্মীদের মারধর করে গুরুতর আহত করে।  এ সময় ওই ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. আক্তারুজ্জামান গাউসকে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান দাবী করে  তাকে সাবেক জাতীয় পার্টির নেতা আখ্যা দেয়া হয়।
এ দিকে ওই একই দিন বিকাল ৫টায়  ওই হামলার প্রতিবাদে ও  বিচারের দাবীতে পিরোজপুর  প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন ওই ইউনিয়ন আ’লীগের  সভাপতি মো. আক্তারুজ্জামান গাউস ও সাধারন সম্পাদক মো. খালিদ হোসেন সজল। এতে লিখিত বক্তব্য পাঠ  করেন সাধারন সম্পাদক খালিদ হোসেন সজল। এ সময়  গত ৩ জানুয়া রী  ওই ইউনিয়ন আ’লীগের  সাধারন সম্পাদক পদ প্রত্যাশী মো. আল-আমীন খান ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমীন শেখের  নেতৃত্বে গত রবিবার (০৩ জানুয়ারী) ওই সভামঞ্চে গুলি, বোমা, অগ্নি সংযোগ সহ সভামঞ্চে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ করা  হয়।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩২ ● ৮৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ