তজুমদ্দিনে বিনেমূল্যে সার ও বীজ বিতরণ

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে বিনেমূল্যে সার ও বীজ বিতরণ
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০


তজুমদ্দিনে বিনেমূল্যে সার ও বীজ বিতরণ

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কৃষক স্বাবলম্ভী হলে দেশ এগিয়ে যাবে। এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করে কৃষককে স্বাবলম্ভী করে গড়ে তুলছেন। কৃষি ঋণ, খাসজমি বন্দোবস্তসহ বৃহৎ প্রকল্প গ্রহন করে কৃষি বান্ধব সরকার দেশ কে এগিয়ে নিচ্ছেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা চত্ত্বরে কৃষকদের মাঝে সার , বীজ বিতরণ কালে টেলি কনফারেন্সে এসব কথা বলেন এমপি শাওন। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর , সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইচ চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার , ফাতেমা বেগম সাজু প্রমুখ।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩০:৫৮ ● ২৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ