দশমিনায় কৈশোর স্বাস্থ্যসেবা কর্নার উদ্বোধন

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় কৈশোর স্বাস্থ্যসেবা কর্নার উদ্বোধন
মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০


দশমিনায় কৈশোর স্বাস্থ্যসেবা কর্নার উদ্বোধন

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

“১৮বছরের আগে বিয়ে নয় ২০বছরের আগে সন্তান নয়” এ প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে উপজেলার একমাত্র কৈশোর স্বাস্থ্যসেবা কর্নারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সভাপতি কাজী কালাম, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, গছানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খবিরুল ইসলাম রিন্টু ও ব্যবস্থাপক পরিচালক পল্লী সঞ্চায় ব্যাংক মোসাঃ রুমা বেগম প্রমুখ।
বক্তরা বলেন, কৈশোর স্বাস্থ্যসেবা কর্নারের মাধ্যমে কিশোরিদের নাবলা কথা একজন স্বাস্থ্যকর্মী শুনে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন গর্ভবতী মায়েদের বিনামূল্যে রক্তের গ্রুপ হিমগ্লোবিন পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৯:২৮ ● ২৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ