আমতলী উপজেলা চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাবের তদন্ত শুরু

প্রথম পাতা » বরগুনা » আমতলী উপজেলা চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাবের তদন্ত শুরু
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২০


আমতলী উপজেলা চেয়ারম্যানের অনাস্থা প্রস্তাবের তদন্ত শুরু

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে ১০ টি অভিযোগ এনে উপজেলা পরিষদের ১২ জন সদস্যদের দেয়া অনাস্থা প্রস্তাবের তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রাজ্জাক আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ তদন্ত করেছেন।
জানাগেছে, গেল বছর ৩১ মার্চ আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে গোলাম সরোয়ার ফোরকান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছর ২৪ এপ্রিল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নেন। শপথ নেয়ার পর থেকেই তিনি উপজেলা পরিষদ পরিচালনায় বিভিন্ন ধরনে অনিয়ম করে আসছেন এমন অভিযোগ অনাস্থা প্রস্তাবকারী সদস্যদের। বিগত এক বছর চার মাসে তিনি খামখেয়ালীপনা, নিজের ইচ্ছা মাফিক পরিষদ পরিচালনা, অফিসের স্টেনো কাম টাইপিষ্ট আব্দুস ছালামের নামে সিপিসি দিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ, প্রকল্পের কমিশন গ্রহন, ক্ষমতার অপব্যহার ও বিভিন্ন জাতীয় দিবসে অনুপস্থিতসহ ১০ টি অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়া হয়। ১৭ আগষ্ট তৎকালিন ইউএনও মনিরা পারভীনের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমার ও ৭ ইউপি চেয়ারম্যানসহ ১২ জন উপজেলা পরিষদ সদস্য এ অনাস্থা প্রস্তাব দেন। অনাস্থা প্রস্তাবের তিন মাস ৯ দিন পরে আনুষ্ঠানিক ভাবে তদন্ত কাজ শুরু করেছেন বিভাগীয় কমিশনার।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের আদেশক্রমে বৃহস্পতিবার বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক তদন্ত কাজ শুরু করেন।  ওই দিন পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানসহ সাত ইউপি চেয়ারম্যান ও পরিষদের সংরক্ষিত তিন সদস্যের স্বাক্ষ্য গ্রহন করা হয়।
আমতলী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবেব তদন্ত শুরু হয়েছে। আমরা অভিযোগকারীরা অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে স্বাক্ষি দিয়েছি। আশা করি ন্যায় বিচার পাব।
বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনাস্থার বিরুদ্ধে তদন্তের কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৬:২১ ● ২৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ