ইন্দুরকানীতে খাদ্যবান্ধব কর্মসূচীর চালসহ ২জন আটক

প্রথম পাতা » পিরোজপুর » ইন্দুরকানীতে খাদ্যবান্ধব কর্মসূচীর চালসহ ২জন আটক
সোমবার ● ২৩ নভেম্বর ২০২০


ইন্দুরকানীতে খাদ্যবান্ধব কর্মসূচীর চালসহ ২জন আটক

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ইন্দুরকানীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ৫বস্তা  চালসহ ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রবিবার(২২ নভেম্বর) সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলা সদরের  বাজার থেকে এ চাল সহ দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ফেয়ার প্রাইজের চালের ডিলার মোহাম্মদ বাহারুল (৫৪) ও রিক্সা চালক শাহ আলম (৫৩)। ইন্দুরকানী থানার ওসি তদন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন ও থানা সূত্রে জানা যায়, ফেয়ার প্রাইজের চালের ডিলার মোহাম্মদ বাহারুল সন্ধ্যা সারে সাতটার দিকে তার গোডাউন থেকে রিক্সায় করে ৩০ কেজি চালের ৫ টি বস্তা নিয়ে বাজারের আদম আলী সড়কের  থাকা আশ্রাব আলীর দোকানে বিক্রি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় বাজারের সাধারণ জনতার বিষয়টি সন্দেহ হলে রিক্সাসহ বাহারুলকে আটক করে। পরে পুলিশ এসে চালের ডিলার বাহারুল ও রিক্সা চালক শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ এ সময় আশ্রাব আলীর দোকান থেকে খাদ্য অধিদপ্তরের লোগো লাগানো চালের ৬টি খালি বস্তা উদ্ধার করে।
ইন্দুরকানী থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান জানান, ৫ বস্ত চালসহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:১৮ ● ২৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ