চরফ্যাশনে দলিল লেখকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে দলিল লেখকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২০


চরফ্যাশনে দলিল লেখকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার সদর সাব-রেজিষ্টার অফিসের দলিল লেখক হারুন অর রশিদের বিরুদ্ধে জমি রেজিষ্টারের নামে প্রতারণা ও দূর্ণীতির অভিযোগ রয়েছে। ৮২লাখ টাকার জমির বয়মূল্যে ২লাখ ১৬হাজার টাকা লেখা হয়েছে। এতে সরকার ৬লাখ টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে।
সূত্রে জানা গেছে, চরফ্যাশন পৌর সভার ৫নং ওয়ার্ড শরীফ পাড়ার জিন্নগড় মৌজার ব্যবসায়ী ছালাউদ্দিনের ৪তলা বিশিষ্ট ৪শতক জমির বিক্রি হয়েছে। ২২সেপ্টেম্বর/২০ তারিখে ৮২লাখ টাকায় বশির মাওলানা ও মিজান গংদের সাথে বায়না চুক্তি হয়েছে। জমিটি ১৮ নভেম্বর/২০ তারিখ বুধবার বিকালে দলিল লেখক হারুন অর রশিদের( যার লাইসেন্স সনদ নং ৪০ ডব্লিকেট সনদ নং ৬১) মাধ্যমে ২লাখ ১৬হাজার টাকা বয়মূল্য নির্ধারন করে রেজিষ্টার কার্যক্রম সম্পন্ন হয়।
সরকারি হিসাবে ৮২লাখ টাকা পৌর কর ২%আসে ১লাখ ৬৪লাখ টাকা, স্থাণীয় কর ৩% হয় ২লাখ ৪৬হাজার টাকা, ষ্ট্যাম্প দেড়% ১লাখ ২৩টাকা,  রেজিঃ ফ্রি ১% আসে ৮২হাজার টাকা। সর্ব মোট ৬লাখ ১৫হাজার টাকা রাজস্ব আসে। সরকারের রাজস্ব ফাকি দিয়ে প্রতারণার মাধ্যমে দলিল লেখক ২লাখ ১৬হাজার টাকা মাট রাজস্ব আসে ১৬হাজার ২শ টাকা। এতে সরকার মোট ৮২লাখ টাকার বয়মূল্যের হিসাবে প্রায় ৬লাখ টাকাই রাজস্ব থেকে বঞ্চিত রয়েছে। জমি দাতা চরফ্যাশন বাজার ব্যবসায়ী ছালাউদ্দিন বলেন, ২মাস পূর্বে জমির বায়না চুক্তি হয়েছে। তারা আমার কাছ থেকে জমি ক্রয় করে ৯৫লাখ টাকা বিক্রি করেছে। চরফ্যাশন দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্জ জসিম উদ্দিন পাটওয়ারী বলেন, আমরা বিষয়টি অবগত হয়ে বৃহম্পতিবার জরুরী সভা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চরফ্যাশন উপজেলা সাবরেষ্টার সামছুল আলম বলেন, তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। অফিস খোলার তারিখে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৪:৪৬ ● ৩৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ