ফুলবাড়ীতে বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরণ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২০


ফুলবাড়ীতে বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক চাষিদের মাঝে ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রনোদনা পুনঃর্বাসন কর্মসুচীর আওতায় বিনামুল্যে কৃষকদের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ কানিজ আফরোজ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। এসময় ২৩০ জন কৃষকের হাতে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৬:২৬ ● ৩০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ